সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি:
সীমান্ত অপরাধ মাদকসহ সবধরণের চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সিলেট সেক্টর কমান্ডার সীমান্ত জনপদের মানুষজনের অংশ গ্রহনে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা করেছেন।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চাঁনপুর বিওপি নিয়ন্ত্রিত এলাকায় চাঁনপুর মাঠে মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়।
২৮-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সীমান্ত অপরাধ, মাদকসহ সবধরণের চোরাচালান, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ (এপার-ওপার), সীমান্তে যে কোন ধরণের অপতৎপরতা প্রতিরোধে সমাজের সকল শ্রেণি পেশার মানুষজনকে বিজিবি এবং আইনশৃস্খলা বাহিনীর সকল সদস্যকে সহযোগিতা করা আহবান জানান।
দেশ ও জাতির বৃহৎ স্বার্থে দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে সবাইকে আইন মেনে চোরাচালানি কারবার ও মালামাল পরিবহণের কাজ পরিহার করে সৎ জীবনযাপনের আহ্বান জানান সেক্টর কমান্ডার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম,গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর রেনতৃবৃন্ধ, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিণœ শ্রেণি পেশার মানুষজন।
সভা শেষে সীমান্তবর্তী জনপদের সুবিধাবঞ্চিত পরিবারের মানুষজনের মধ্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D