পার্বত্য কাব্য সম্মাননায় ভূষিত কবি অজয় রায়

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পার্বত্য কাব্য সম্মাননায় ভূষিত কবি অজয় রায়

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের বাসিন্দা কবি অজয় রায় “পার্বত্য কাব্য” সপ্তম সাহিত্য উৎসব২০২৫ সম্মাননায় ভূষিত হয়েছেন।”পার্বত্য কাব্য”সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষথেকে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সংগঠনের সভাপতি কাছেন রাখাইন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় এউৎসবে অংশ নেন কবি অজয় রায়।

৭জানুয়ারী চট্টগ্রামের রাঙ্গামাটি উপজেলা মিলনায়তনে দু’দিন ব্যাপী পার্বত্য কাব্য সাহিত্য উৎসব ও গুনীজন সম্মাননায় কবিতা,সংগীত পরিবেশন শেষে কবি অজয় রায়কে এসম্মাননা প্রদান করা হয়।সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি আলোচক কবি ও লেখক মাহমুদুল হাসান নিজামী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথিগণ।

পার্বত্য কাব্য সম্মাননায় ভূষিত হওয়ার পরপরেই একাধিক গ্রন্থ্য প্রণেতা কবি ও শিক্ষক অজয় রায় বক্তব্যে বলেন,আমার মুখনিঃসৃত কবিতা,প্রবন্ধ ও শিশুতোষ বই গুলো আশা করছি সমাজ তথা মানব কল্যাণ যদি কিঞ্চিৎমাত্র উপকারে আসে তবেই মোর জীবন স্বার্থক হবে।সেই সাথে আমাকে সদ্য সম্মাননা দাতা প্রতিষ্টান পার্বত্য কাব্য সাহিত্য ও সামাজিক সংগঠনের প্রতি রইলো অফুরন্ত কৃতজ্ঞতাবনত শ্রদ্ধা।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV