সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে মোঃ মোরশেদ (৩৬) নামে এক ব্যাক্তিকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় বালুভর্তি দু’টি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ব্রিটিশ সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদন্ড প্রদান করেছেন। জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুটি ট্রলি জব্দ করা হয়।এসময় বালু পাচারের অভিযোগে গাইবান্ধা জেলার সদর উপজেলার আবু বকরের পুত্র মোঃ মোরশেদকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়।অপর ট্রলি চালকসহ সহযোগীরা পালিয়ে যায়। দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫ (১) ধারায় গাইবান্ধা সদরের আবু বকরের ছেলে মোঃ মোরশেদকে (৩৬) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়া ২ টি হ্যান্ড ট্রাক্টরে আনুমানিক ২২০ ঘনফুট বালু জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D