সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
সড়কের দুই পাশে সবুজের ছোঁয়া। বিশাল এলাকাজুড়ে এ ধানক্ষেতে আটকে যায় চোখ। এখানেই শস্যচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। দুই রঙের ধানগাছে এমন শিল্প তুলে ধরেছেন কৃষক।
গাজীপুরের শ্রীপুরে আবু সাঈদের এই প্রতিকৃতি দেখতে নিয়মিত ভিড় জমাচ্ছেন মানুষ। উপজেলার টেংরা বাজার থেকে পাকা সড়ক ধরে একটু সামনে গেলেই পৌঁছানো যায় এ ধানক্ষেতে। শুধু শ্রীপুর নয়, সৌন্দর্য উপভোগ করতে আশপাশের বিভিন্ন উপজেলার লোকজনও আসছেন।
শস্যচিত্র তুলে ধরা কৃষকের নাম এনামুল হক। তিনি উপজেলার বেকাশাহরা গ্রামের আবদুল আউয়ালের ছেলে। স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে তার সংসার। ২০২২ সাল থেকে নিয়মিত জমিতে শস্যচিত্র বানাচ্ছেন এই কৃষক।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থেকে আসা আতর আলী বলেন, গত বছর এনামুলের করা শস্যচিত্র দেখতে এসেছিলাম। এর আগের বছর শস্যচিত্র ‘জাতীয় পতাকা বানিয়েছেন তিনি। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রতিকৃতি দেখতে এসেছি।
মাওনা থেকে আসা আজমল হোসেন বলেন, একজন শৌখিন মানুষের ধানগাছ দিয়ে বানানো এমন শিল্পকর্ম দেখতে ভালো লাগছে। একজন কৃষকের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়।
শখ থেকেই এমন চিত্র তৈরি করেন বলে জানান এনামুল হক। তিনি বলেন, মানুষ আমার বানানো শস্যচিত্র দেখতে আসেন। এতে যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি উৎসাহ পাই।
কীভাবে এমন শস্যচিত্র করেছেন জানতে চাইলে এনামুল বলেন, এবারের শস্যচিত্র বানাতে বেগুনি ও সবুজ জাতের ধানের বীজ ব্যবহার করা হয়েছে। প্রথমে জমিতে দড়ি দিয়ে কাঠামো তৈরি করি। এরপর নিখুঁতভাবে ধানের চারা রোপণ করা হয়। মূলত শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ আবু সাঈদের প্রতিকৃতি বানিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, কৃষক এনামুলের শস্যচিত্রের কথা শুনেছি। এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D