সিলেট ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ভারতের রাজধানী দিল্লির পর এবার বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। খবর দ্য হিন্দুর।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে বিহারে কম্পনটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি।
বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক বলে ধারণা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, কম্পন-আতঙ্কে স্থানীয়দের অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
এর আগে স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। মাটি থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।
ভূমিকম্পের মাত্রা মাত্র ৪ হলেও কম্পন অনেক বেশি ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়। এর আগে গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছিল।
দিল্লি ও আশপাশের ভূমিকম্প নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।’
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D