সিলেট ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
দিনরাত সংবাদঃ ২১০০ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম জনবহুল দেশ! ২০১৭ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি ৬৯ লাখ। ২১০০ সালে এই সংখ্যা কমে ৮ কোটি ১৩ লাখে পৌঁছাতে পারে। অবশ্য ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করলে তা আরও কমে হবে ৭ কোটি ৪১ লাখ। ২০৩৯ সালে বাংলাদেশের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ওই সময় মোট জনসংখ্যা হতে পারে প্রায় ১৭ কোটি ৩৪ লাখ।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন ইনস্টিটিউটের গবেষণা বলছে, ১৯৫০ সালে একজন নারী তাঁর জীবদ্দশায় গড়ে ৪ দশমিক ৭টি সন্তানের জন্ম দিতেন, ২০১৭ সালে তা ২ দশমিক ৪-এ নেমে এসেছে। মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এ গবেষণা অনুযায়ী, প্রজনন হার আরো কমে ২১০০ সাল নাগাদ ১ দশমিক ৭-এ ঠেকতে পারে।
তালিকায় ৮০ বছরে জন্ম হার প্রায় অর্ধেক কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৭ সালে বাংলাদেশে জন্মহার ছিল প্রায় ২ শতাংশ। ২১০০ সালে এটি হতে পারে ১ দশমিক ১৯ শতাংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জন হলে তা আরও কমে ১ দশমিক ১৭ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D