সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রে*ফতার-১

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রে*ফতার-১

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃত মো. বশির আহমেদ (৪৩)। সে সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আজিজুল হকের নেতৃত্বে ও এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসের সহযোগিতায় পৌর শহরের সাহেববাড়ী খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বশির আহমেদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড মিডিয়া) মো. জাকির হোসাইন জানিয়েছেন, বশির আহমেদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৭ই ফেব্রুয়ারী) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV