সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:
লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেছেন, সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ ষ্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করা হবে। যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু ও কিশোররা বিনামূল্যে জীবনের নতুন স্বাদ পাবে। এজন্য কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবুল ট্রাস্ট।
সোমবার সিলেট মহানগরীর একটি হোটেলের কনফারেন্স হলে ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবুল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
নবাব উদ্দিন বলেন, এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে ২০-৩০ শতাংশ জমি যদি কেউ দান করেন তবে এ বছরেই ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। এর পাশাপাশি প্রবীণদের জন্য একটি রিক্রিয়েশন সেন্টার বা বিনোদন কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি ।
তিনি জানান, বিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে ২০২০ সালে ইস্ট হ্যান্ডস চ্যারিটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই বিগত ৫ বছর যাবত গরিব ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা ছাড়াও নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রদান, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য হুইলচেয়ার উপহার দেওয়াসহ নানা ধরনের মানবিক কাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে চলছে এই ট্রাস্ট।
সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবুল ট্রাস্ট ও কো-অর্ডিনেটর বাবলু হক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবুল ট্রাস্টের অ্যাম্বাসেডর পলি রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও ইমজার সভাপতি আশরাফুল কবির।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি আহমেদ নূর, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D