ছাতকে দোলারবাজারে ২ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

ছাতকে দোলারবাজারে ২ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধি:

ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড রাউলী পুর্বপাড়ায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্যও সুনামগঞ্জ জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন উদ্দিন আহমেদ মিলনের দিক নির্দেশনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নেছার আহমেদ খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোলার বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়জুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, সাবেক যুবদল নেতা নুরুল হক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া, বিএনপি নেতা মোহাম্মদ শাহ জাহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক মাও: নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন, মাহবুব আহমদ, লায়েক আহমদ, রেদোয়ান আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক
মাসুক আহমদ, দোলারবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফজল আহমদ, উপজেলা কৃষক দলের সদস্য আবুল হাসনাত, ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আসাদুল হক, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, রফু মিয়া, যুবদল নেতা জাহির উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন জাসাসের যুগ্ম-আহবায়ক জাবের আহমদ, স্থানীয় মুরব্বি বট মিয়া, সিরাজ মিয়া, আজাদ মিয়া, জাহেদ মিয়া, আব্দুল আউয়াল, লালা মিয়া, ফারুক আহমদ, ছাইম আলী, সাদিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV