দ্রব্যমূল্যের উধ্বর্গতি রোধে সরকার আচরণ যদি ফ্যাসিট সরকারের মতো হয় তাহলে বিএনপি আন্দোলন কঠোর হবে

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

দ্রব্যমূল্যের উধ্বর্গতি রোধে সরকার আচরণ যদি ফ্যাসিট সরকারের মতো হয় তাহলে বিএনপি আন্দোলন কঠোর হবে

মৌলভীবাজার প্রতিনিধি :

সারাদেশের ন্যায় মৌলভীবাজারে বিএনপির সমাবেশ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুর রহমান

মৌলভীবাজারে বিএনপির সমাবেশ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুর রহমান বলেছেন দ্রব্য মূল্যের উধ্বর্গতি রোধে যদি সরকার ফ্যাসিট আওয়ামীলীগের মতো ভূমিকা পালন করে তাহলে বিএনপি আন্দোলন কঠোর হবে। তিনি বলেন, আগামী মাহে রমজানে যেন দব্যমূল্য সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার মধ্যে থাকে সরকারকে সেভাবেই কাজ করতে হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির উদ্দোগে স্থানীয় পৌরসভা চত্বরে দ্রব্য মূল্যের উধ্বর্গতি রোধ, আইন শৃংখলা উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবীতে সারাদেশের জেলায় জেলায় বিএনপির সমাবেশের অংশ হিসাবে মৌলভীবাজারেও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় আয়োজিত এ সমাবেশে জেলা সদর ছাড়াও প্রতিটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন৷
সমাবেশে প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুর রহমান আরো বলেন, দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, আমরা যেন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারি। জনগণের ভোট যদি পেতে হয়, ভুলে যাবেন না আগের কথা জনগণের আস্তায় আপনার যেতে হবে। জনগণের কাছে প্রমান করতে হবে, আপনারা জনগণের জন্য কাজ করছেন। তারেক রহমান বলেছেন, বিএনপি কোন নেতা কমী যদি কোন অন্যায় কাজে লিপ্ত থাকে এবং জনগণের বিরুদ্ধে কোন অবস্থানে যায় জমি দখল থেকে চাঁদাবাজি সাথে সম্পৃত থাকে দল তাদেরকে প্রশ্রয় দিবে না। এবং যারা এদেরকে আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে ব্যাবস্তা নেওয়া হবে।
এ সময় সাবে এমপি নাসের রহমান বলেন, আওয়ামীলীগ বলে দেশে আজ আার কোন দল নাই। আর বিএনপির শক্তিযে অটুট আছে তা এই সমাবেশ থেকেই বুঝায়ায়। ১৭ বছর এই ফ্যসিষ্ট সরকার জনগণের জান মাল লুন্টন করেছে, সেই যায়গায় বিএনপি যদি আগামী সরকারে আসে, তাহলে জনগণের অতন্দ্র প্রহরী হযে কাজ করবে।
সময় লিংগার না করে আগে সংসদ নির্বাচন দেয়ার দাবী জানান, কেন্দ্রীয় বিএনপি এর কায করি কমিটির সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী।
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপি সেই দল যে দল দেশকে ও দেশের মানুষকে হেফাজ করতে জানে। এটা প্রমান করে যখন দেশে তিন দিন কোন সরকার ছিল না। তখন বিএনপির সারা দেশের নেতাকর্মীরা জনগনের জানমাল রক্ষায় কাজ করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে জেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, হাজী মুজিবুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও গণতন্ত্রকামী গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। বিকুল চক্রবর্তী মৌলভীবাজার

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV