সিলেট ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:
১৮ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর উদ্যোগে হাসপাতালের আউটডোর ভবন কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ সৌমিত্র চক্রবর্তী। সভায় ২৩০ জন ইন্টার্ন চিকিৎসক শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জিয়াউর রহমন চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সালেহ আহমদ, মেডিসিন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শিশির চক্রবর্তী, গাইনী এন্ড অবস. বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ জামিলা খাতুন, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খালেদ মাহমুদ, ডেন্টাল ইউনিট এর বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ হাফিজ এহসানুল হক, হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী পরিচালক প্রশাসন ডাঃ মোহাম্মদ বদরুল আমিন, কার্ডিওলজিস্ট রেজি ওসমানী হাসপাতালে ইন্টার্ন ইনডাকশন সভা অনুষ্ঠিত স্ট্রার ডাঃ আব্দুর রউফ মুন্না, রেজিস্ট্রার নিউরোলজি ডাঃ জামিল আহমেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের সিলেট জেলার সমন্বয়ক ডাঃ আদনান মাহমুদ তামিম। রেজিস্ট্রার মেডিসিন ডাঃ মির্জা মোহাম্মদ মুরছালিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহাকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মাহবুবুল আলম এবং শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইন্টার্ন চিকিৎসক ডাঃ রাজীন সালেহ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D