আমরা যেকোনো দলকে হারাতে পারি: শান্ত

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

আমরা যেকোনো দলকে হারাতে পারি: শান্ত

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ ‘এ’তে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। যদিও প্রতিপক্ষদের নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলপতি মনে করেন, নিজেদের প্রিয় সংস্করণ হওয়ায় যেকোনো দলকেই হারানোর যোগ্যতা আছে তাদের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আপনি যদি দেখেন এই সংস্করণে আমাদের দল ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে, এই টুর্নামেন্টে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সব দলরই শিরোপা জেতার সামর্থ্য আছে। প্রতিপক্ষকে ভয় পাচ্ছি না। আমরা যদি পরিকল্পনা মতো খেলতে পারি তাহলে যেকোনো দলকেই হারাতে পারব।’

নিজেদের পেস অ্যাটাকের ওপর ভরসা রাখছেন শান্ত, ‘আমরা সব সময় পেস বোলিংয়ে ভুগেছি। কিন্তু গত কয়েক বছরে আমরা বেশ কয়েকজন দারুণ পেসার পেয়েছি। আমাদের নাহিদ রানা, তাসকিন আহমেদদের মতো বোলার আছে। তারা যেভাবে বোলিং করে অধিনায়ক হিসেবে সেটা দেখা দারুণ। আমি এটা ভেবে খুশি যে আমাদের কয়েকজন ভালোমানের পেসার আছে। তারা লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারলে সেটা আমাদের দলের জন্য দারুণ কিছু হবে।’