জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস উদযাপন

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২০২৫ ইং উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন, রচনা, শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ ইং উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার চিত্রাঙ্কন, রচনা, শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং ২১ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা খাদ্য কর্মকর্তা সাহাব উদ্দীন, জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা আহসান কবীর, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক ফুজায়েল আহমেদ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবায়ের আহমদ।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়া বাদ জুম্মা জগন্নাথপুর উপজেলা সদর মডেল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV