ছাতকে আও য়ামী লীগ নেতা আসাদ আহমেদ টিটু পুলিশের হাতে আবারো গ্রে*প্তার

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

ছাতকে আও য়ামী লীগ নেতা আসাদ আহমেদ টিটু পুলিশের হাতে আবারো গ্রে*প্তার

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদ আহমেদ টিটু কে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাত (২১ফেব্রুয়ারি) ৩.০০ ঘটিকায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। আসাদ আহমেদ টিটু মধুকোনি বকিরপার গ্রামের বাসিন্দা ও ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

কিছুদিন আগে সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় জেল হাজতে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে জেল হাজত থেকে বেরিয়ে এসে আবারো পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV