“থানায় অভিযোগ দায়ের” ছাতকে খড়ের ভোলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

“থানায় অভিযোগ দায়ের” ছাতকে খড়ের ভোলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই

ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাঁই হয়েছে খড়ের ভোলা (গো-খাদ্য)। গত ১৭ ফেব্রুয়ারি রাতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের মৃতঃ মনছর আলীর পুত্র বৃটেন প্রবাসী কামরুজ্জানের বাড়িতে এ ঘটনা ঘটেছে

 

বিকেলে তাদের গরুর ফার্মের পশ্চিম দিকে থাকা খড়ের ভোলায় আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।বিষয়টি গ্রাম-এলাকার মুরুব্বিয়াদের অবগত করা হলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে রাতে পুনরায় গরুর ফার্মটি জ্বালিয়ে ফেলার চেষ্টা করে। এসময় ফার্ম দেখা-শোনার দায়িত্বে থাকা লোকজন ঘটনা বুঝতে পেরে হাঁকডাক শুরু করলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

খড়ের ভোলা পুড়িয়ে ফেলায় ভুক্তভোগী কামরুজ্জামান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বুড়াইরগাঁও গ্রামের নিজাম উদ্দিন, বাউল চন্দন কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী জানান তিনি স্ব পরিবারে বৃটেনে বসবাস করেন। এই সুযোগে তার ভূমিতে গুচ্ছগ্রাম নামীয় একটি ও আশ্রায়ণ প্রকল্প তৈরি করেছেন আওয়ামীলীগের কয়েকজন নেতা।

এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান। ঘটনার দিন তার ফার্ম এলাকায় খড়ের ভোলা পুড়িয়ে দেয়া, সিসি ক্যামেরা ভাংচুর সহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার এসআই মোঃ আরিফ।

ছাতক থানায় অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খড়ের ভোলা পুড়িয়ে ফেলার জন্য একটি অভিযোগ থানায় দেয়া হয়েছে। এবিষয়ে পুলিশ তদন্ত করছে। এখনো কোন অপরাধী শনাক্ত করা যায় নি। তদন্ত শেষে এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। জায়গা জমি সংক্রান্ত মামলার বিষয় কোর্ট মাধ্যমে সমাধান হতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV