তাহিরপুর থানার বালিজুরি থেকে ২০৭ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার মাদক কারবারি সিলেট

প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

তাহিরপুর থানার বালিজুরি থেকে ২০৭ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার মাদক কারবারি সিলেট

সুনামগঞ্জ প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব) সুনামগঞ্জের তাহিরপুর থানা এলাকার বালিজুরি থেকে রিয়াদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার রাতে তাহিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের জানান, র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের র‌্যাব অফিসার বাদী হয়ে ২০৭ বোতল বিদেশি মদ জব্দমুল্যে বৃহস্পতিবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিস্ট ধারায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গ্রেফতার রিয়াদ কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গোড়াদিঘা গ্রামের আব্দুর রউফের ছেলে।

র‌্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানা এলাকার বালিজুরি থেকে ওই বিদেশি মদের চালানসহ রিয়াদকে গ্রেফতার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV