ছাতক সিমেন্ট কারখানায় মহান একুশ পালন

প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ছাতক সিমেন্ট কারখানায় মহান একুশ পালন

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ


ছাতক সিমেন্ট কারখানার উদ্যোগে একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার সকালে ছাতক সিমেন্ট কারখানার কর্মকর্তা-কর্মচারী,শ্রমিক ও সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে কারখানায় এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমেন্ট কারখানা হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার ওয়াহিদুর রহমান, ব্যবস্থাপক (হিসাব) মিজানুর রহমান, ব্যবস্থাপক (বাণিজ্যিক) মাজহারুল হক মিলন, আল মামুন, হারুনুর রশিদ মোল্লা, ইমরান আহমদ, শ্রমিক ইউনিয়ন বি- ৮০’র সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মিয়া হোসেন, সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বাবুল, সিসিএফ ইনস্টিটিউটের সভাপতি রেজাউল করিম জনি ও ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন সেলিম প্রমূখ।

সকালে কারখানার জেনারেল অফিস সংলগ্ন গেইট থেকে প্রভাত ফেরীর মাধ্যমে কারখানার টাইম অফিস সংলগ্ন শহীদ মিনারে এসে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তোবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও সিবিএ নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিবিএ কার্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন এবং সিবিএ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিবিএ, বি -৮০’র সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন, কারখানার প্রধান চিকিৎসক ডাক্তার ওয়াহিদুর রহমান, সিবিএ বি- ৮০’র সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ চৌধুরী প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV