সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে হযরত করিম শাহ (রহ.) মাজারে উরসের নামে কুরআন সুন্নাহ ও শরিয়ত বিরোধী কার্যকলাপ (ওরস) বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারে ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহনের মধ্যে দিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর শাখার আয়োজনে উপজেলার সর্বস্থরের আলেম উলামাগণ সমাবেশে করেন এসময় বক্তারা বলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের (ভ্রাম্মনগাঁও) নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার দিবাগত রাতে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীন নাচ-গান, উচ্চ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করা হয় এসব অপকর্ম ইসলামবিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরস পালনের নামে উপজেলা প্রশানের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে ওই কমিটির লোকজন জোরালোভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছে। তাই এসব ইসলামবিরোধী কর্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কমনা করছেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ, মাও. মুখলেছুর রহমান, হাফেজ মাওঃ ইয়াহিয়া, হাফেজ এহসানতৌহিদি জনতা প্রমুখ সহ উপজেলার সর্বস্থরের উলামাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D