সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের হাওরে বজ্রপাতে নবীগঞ্জের নিজাম(৫০) নামক এক দিনমজুর মৃত্যু বরন করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৩ শে ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়ন এর খামড়াই গ্রামের সন্নিকটে ছাতল বিল হাওরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়বাকৈর গ্রাম নিবাসী সাক্কর আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০) কাজ করছিলেন।
বেলা প্রায় দুই ঘটিকার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে দিনমজুর নিজাম উদ্দীন(৫০) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার পাশাপাশি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কয়ছর আহমদ গণমাধ্যমকে জানান, আমাদের হাওরে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে দিনমুজুরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। জগন্নাথপুর থানা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ সাথে আমার যোগাযোগ হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে মৃত্যু ব্যক্তিকে দাপন করা হবে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খামড়াখাই গ্রামের হাওরে বজ্রপাতে নিজাম উদ্দীন নামে এক দিনমুজুরে মৃত্যু হয়েছে। আমাদের পুলিশ সেখানে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D