সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পুলিশের অভিযানে বিদেশী ৮০ বোতল মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী ও এ এসআই মোঃ তোলা মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১নং ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামস্থ পাথারি টিলার পার্শ্বে জনৈক সাজ্জাদ মিয়ার বসত বাড়ির সামনের কাঁচা রাস্তায় ব্যাটারি চালিত একটি অটোরিকশায় করে মদ নিয়ে যাওয়ার পথে ২ জনকে আটক করা হয়।
এক অভিযানে জামালগঞ্জ থানার সাচনা ইউনিয়নের তেইল্লা লামাপাড়া গ্রামের উকিল আলীর স্ত্রী গুলবাহার (৩৫) ও দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের দ্বিনেরটুক গ্রামের মনির মিয়ার ছেলে রাশেদ আলী (১৯) কে আটক করে অটোরিকশা থেকে বস্তায় ভর্তি ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের হেফাজতে থাকা অটো গাড়ি তল্লাশী করে ৩৭৫ মিলি লিটার ভারতীয় এসিব্ল্যাক ২০ বোতল মদ, যার মুল্য অনুমান ৩০ হাজার টাকা, ৩৭৫ মিলি লিটারী ভারতীয় এলইসি বটকা নামীয় মদ ২০ বোতল, যার মুল্য অনুমান ৩০ হাজার টাকা, ১৮০ মিলি লিটারী ভারতীয় অফিসার চয়েস নামীয় মদ ৪০ বোতল, যার মুল্য অনুমান ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
তাদের ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশা ও জব্দ করা হয়েছে। যার মুল্য অনুমান ১ লক্ষ টাকা। এ ঘটনায় ছাতক থানার এসআই (নিঃ) সিকান্দর আলী বাদী হয়ে থানায় মামলা নং-৩২, তারিখ-২২.০২.২০২৫ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ২৪(খ)/৩৮/৪১ দায়ের করেন।
ছাতক থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D