সিলেট ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধি:
জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের উপদেষ্টা হুমায়ুন কবীর বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছি আমাদের এই সংগ্রাম চলতে থাকবে।
শ্রমিকদের শ্রম-ঘামে কল কারখানার চাকা ঘুরে আর দেশের অর্থনৈতিক চাকা সচল হয়। এ জন্য শ্রমিকদের মধ্যে কোন বৈষম্য থাকতে দেয়া হবেনা। ছাতক সিমেন্ট কারখানায় বিগত দিনে যেসব শ্রমিকরা নির্যাতনের শিকার হয়েছেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।ছাতকে বি-৮০ শ্রমিক সংগঠনের নেতারা নেতৃত্ব দেবে, সিবিএ গঠন করবে। ফ্যাসিবাদের দোসরদের সিবিএ নির্বাচনের সুযোগ দেয়া হবেনা। যারা ছাতক সিমেন্ট কারখানাটি লুটেপুটে খেয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
বিসিআইসি’র সকল কারখানায় শ্রমিক-কর্মচারীদের বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষে ছাতক সিমেন্ট কারখানায় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-৮০’র সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শফি উদ্দিনের পরিচালনায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি আব্দুল রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম সবুজ, টিএসপি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলাল, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাত, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কাস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
বক্তব্য রাখেন, সি সি এফ ইন্সটিটিউটের সহ সভাপতি জাবেদ কাওছার,সাধারণ সম্পাদক মাহিন আহমদ চৌধুরী, বি-৮০ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মীয়া হোসেন প্রমুখ। শ্রমিক সমাবেশে সিসিএফ ইন্সটিটিউটের সভাপতি রেজাউল করিম জনি, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, প্রাক্তন শ্রমিক নুরুল হক, সিবিএ’র সাবেক সহ সভাপতি ইউসুফ আলী, কো-অপারেটিবের পরিচালক তাজিম উদ্দিন, আবুল কালাম সি সি এফ ইনিস্টিউটের সহ সম্পাদক আখতার হোসেন, মোজাহিদ আলী, জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম সেলিম, সমর আলী, জাহেদ সরওয়ার, মফিজুর রহমান শাহীন, মফিজুর রহমান টিপু, মাওলানা গিয়াস উদ্দিন, আবদুল আজিজ, জাহাঙ্গীর হোসেন, আবদুল রহমান সুমন, জামাল মিয়া, জুবের আহমেদ, ইন্তাজ আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D