সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইন্যাল অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি রবিবার।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের দক্ষিণের মাঠে ঝাঁক-ঝমক আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ – ২০২৬ সেশনের নব নির্বাচিত কমিটির সভাপতি ছালেহ আহমদ ছালেক এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফয়ছল সহ নবগঠিত কমিটির আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
খেলায় ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ওয়ারিয়র্স বুড়াইরগাঁও ও রানার্সআপ হয়েছে বেস্ট ইলিভেন রামপুর। খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন আহমদ।
রেনেসা”র সাবেক ক্রিকেটার দিলোয়ার হোসেন শাহিন, প্রধান উপদেষ্টা আতাউর রহমান এমরান, আলী আশরাফ তাহিদ, গোলাম কবির রুয়েল, ফজর উদ্দিন, দেলোয়ার হোসেন নাজমুল, ছায়াদ মিয়া, আশরাফুর রহমান আশরাফ, ইলাল আহমদ ইউসুফ।
উক্ত টুর্নামেন্ট সফলভাবে পরিচালনার জন্য সহযোগিতা করেন গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাবের কার্যকরি কমিটির সহ সভাপতি সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D