সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধি:
ছাতক পৌর সভার, হাটবাজার, ঘাটলা, খেয়াঘাট, ষ্ট্যান্ড, পশুর হাট, জমি, নদী থেকে টোল আদায়ে ইজারা প্রদানের লক্ষে
আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে টেন্ডারের মাধ্যমে হাট বাজার, খেয়াঘাট ইজারা প্রদান করা হয়েছে। টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সোমবার বেলা এক ঘটিকা পর্যন্ত টেন্ডার আহবান ও বেলা ২.০০ ঘটিকার সময় টেন্ডারে অংশ নেয়া ব্যবসায়ী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপ- সহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, কর আদায়কারী জামাল উদ্দিন, ছাতক থানার এসআই সিকান্দার খান, সহকারী কর আদায়কারী কর্মকর্তা শহীদুল হক মোল্লা, রতন দে, আজিজুল হক, কর্মকর্তারা সহ উপস্থিত সাংবাদিক ও টেন্ডার বাছাই কমিটির সন্মুখে টেন্ডার বক্স খোলা হয়। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৫ টি গ্রুপে হাট-ঘাট বিভিন্ন আইটেমে মোট ৪০টি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ গ্রহণ করে যারা সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন তাদের অনুকুলে ইজারা প্রদান করা হয়েছে। ১.ছাতক মাছ বাজারের জন্য, একটি মাত্র টেন্ডার জমা পড়েছে ৫ লক্ষ ৭৬ হাজার টাকায় ইজারা পেয়েছেন তৈমুছ আলী, ২.অস্থায়ী খোলা বাজার ইজারায় ১০ লক্ষ ১ হাজার ৬ শত টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছে জুসেফ আহমদ, ৩,পশুর হাটের জন্য ২ টি টেন্ডার জমা পড়েছে, তবে দুইটি দরপত্রই ত্রুটির কারণে বৈধ হয়নি। ৪.নোয়ারাই বাজারের জন্য ২ টি দরপত্র জমা পড়ে ইমামুল হক ১ লক্ষ ৬৭ হাজার ৫ শত টাকা সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন। ৫.কাষ্টম রোড ট্রলার ঘাট ১ লক্ষ ৯৫ হাজার ৯৯৯ টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন মুরাদ আলী, ৬. মাছ বাজার ঘাটের সর্বোচ্চ দরদাতা হয়েছেন শাহরিয়ার তারেক তার দরপত্র মুল্য ১০ লক্ষ টাকা। ৭.শিববাড়ি খেয়াঘাট কোন দরপত্র জমা পড়েনি। ৮. ফকির টিলা খেয়াঘাট সর্বোচ্চ দরদাতা হয়েছেন ৩০ লক্ষ ৫১ হাজার টাকায় নুর হোসেন। ৯.পৌর এলাকায় পন্যবাহী যান থেকে টোল আদায়ে সর্বোচ্চ দরদাতা হন ইকবাল হোসেন রানা, তিনি ১ কোটি ২০ লক্ষ ৭০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন। ১০.গাড়ি থেকে টোল আদায়ে ৬০ লক্ষ টাকায় সর্বোচ্চ দরদাতা হয়েছেন ফয়েজ আহমেদ। ১১.সুরমা নদী সর্বোচ্চ দরদাতা ইকবাল হোসেন রানা, তিনি সর্বোচ্চ দর দিয়েছেন ১ কোটি, ২১ লক্ষ, ৯৫ হাজার টাকা। ১২.নং আইটেমে কোন দরপত্র জমা পড়েনি। ১৩. শিববাড়ি সিএনজি ষ্ট্যান্ড ৯২ হাজার ৫শত টাকায় সর্বোচ্চ দরদাতা হয়েছেন ইমন মিয়া। ১৪.নোয়ারাই বাজার নদীরপার এক অংশ ১ লক্ষ ৭০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন রাহেল মিয়া, ১৫.নোয়ারাই বাজার নদীরপার খালি জায়গা অপর অংশ কাওছার মিয়া ৩ লক্ষ ৫ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D