জাতিসংঘ বলেছে গুম হত্যার জন্য দায়ী হাসিনা: সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

জাতিসংঘ বলেছে গুম হত্যার জন্য দায়ী হাসিনা: সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা খুনি। গত ১৫ বছরে ও জুলাই বিপ্লবে দেশে যত গুম হত্যা হয়েছে, এর জন্য শেখ হাসিনা দায়ী বলে জাতিসংঘ ঘোষণা দিয়েছে। এসব গুম হত্যার জন্য শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আহম্মেদ আজম খান।

দুলু আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। দ্রব্যমূল্য বাড়ছে। সারা দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজি বেড়েই চলেছে। ২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। নির্বাচন নিয়ে আর দেরি করা যাবে না। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১দফা দিয়েছেন, নির্বাচিত সরকার সেই ৩১ দফার মাধ্যমেই প্রয়োজনীয় সব সংস্কার করবে।

দুলু অভিযোগ করে আরো বলেন, নাটোরের সন্ত্রাসী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা সুজনকে হত্যা করেছে। সুজনের শোকে তারা মা-বাবাও মারা গেছে। সম্প্রতি তার স্ত্রীও মারা গেছে। নাটোরে আওয়ামী লীগ অসংখ্য বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করেছে। যুবদল নেতা রাকিব ও রায়হানকে হত্যা করে আওয়ামী লীগ উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। ১৫ বছর আগে প্রকাশ্য দিবালোকে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানা উল্লাহ নূর বাবুকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আজও বাবু হত্যার বিচার হয়নি।

দুলু বলেন, এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী দিনে বিচারের মুখোমুখি করা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেছেন, আপনি নোবেল বিজয়ী। আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চাই। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, ছাবিনা ইয়াসমিন ছবি, আব্দুল আজিজ, ফারজানা শারমিন পুতুল, মোস্তাফিজুর রহমান শাহীন, বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, এ হাই তালুকদার ডালিম, কামরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV