সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দোলারবাজার ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী ও আলমপুর গ্রামের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ নুরুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান মঈনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাব উদ্দিন রিপন, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শিরিন আক্তার, আলমপুর গ্রামের মাস্টার মোঃ আহমদ আলী, মোঃ সাজুর আলী, মোঃ আনোয়ার হোসেন, মাওলানা হাসান মাহবুব।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইংল্যান্ড প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন গৌছ, জনাবা ছায়ারুন নেছা, পর্তুগাল প্রবাসী মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথিরা হলেন, লন্ডন প্রবাসী ফজর আলী, গিয়াস উদ্দিন গৌছ, ছায়ারুন নেছা, আনোয়ারা বেগম, দুবাই প্রবাসী জাহির আলী, হারুন মিয়া, গ্রীস প্রবাসী আনোয়ার হোসেন বাবুল, ইতালী প্রবাসী ফখরুল ইসলাম, সৌদী আরব প্রবাসী আরশ আলী, গ্রীস প্রবাসী আখদ্দুস আলী, ইতালী প্রবাসী ফেরদৌস আহমদ, ফ্রান্স প্রবাসী শাবলু মিয়া, স্পেন প্রবাসী রবিউল ইসলাম মুজিব, পর্তুগাল প্রবাসী নজরুল ইসলাম, মালেশিয়া প্রবাসী আব্দুল্লাহ আল আমীন, ইতালী প্রবাসী ফজলু মিয়া, দুবাই প্রবাসী শামছুদ্দিন, ফ্রান্স প্রবাসী সুমন আহমদ, দুবাই প্রবাসী শাহিন উদ্দিন, ওমান প্রবাসী লোকমান মিয়া, নুরুছ আল, দুবাই প্রবাসী কাচা মিয়া।
সকল অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়েছে জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হুসেন, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাব উদ্দিন রিপন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার, বিদ্যালয়ের এডহক কমিটির দাতা সদস্য আবু তাহের, মাওলানা নেছার আহমদ, শিক্ষিকা রাহিমা বেগম, রাহিমা আক্তার সুমিকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈমাম মাওলানা আবুল কাশেম, রোয়াব আলী, আবুল ফয়েজ, রজাক আলী, সবর আলী, আবুল কালাম, মদরিছ আলী, আব্দুল আজিজ, মাওলানা বেলাল আহমদ, মাষ্টার জাহির উদ্দিন, আব্দুল মুতলিব, আলা উদ্দিন, ছাদিক আলী প্রমূখ। পরিশেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক এবং ১৮ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D