সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের সাদিপুর গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হক (৮৫) এঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিক হোসেন রাজু’র পিতা জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হক (৮৫) বিগত ২৩ শে ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল ৬ টা ৪০ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৫শে ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় রাস্ট্রীয় মর্যাদায় সাদিপুর ঈদগাহ মাঠে প্রয়াতের নামাজে জানাজা শেষে সাদিপুর গ্রামস্থ নিজ বাড়ীর পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে প্রয়াতের দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর নামাজে জানাজার আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এসআই সাকিব হাসান সহ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম , বীর মুক্তিযোদ্ধা বাবু শশী কান্ত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান তুতি, কলকলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ লুৎফুর রহমান, তরুণ সমাজ সেবক মখছদ মিয়া, সমছু মিয়া, সাবেক মেম্বার কনেল মিয়া, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল শাহজাহান মাহমুদ, শিক্ষক মাওলানা মোঃ সাইদুর রহমান নোমানী, সালাতুল ইসলাম, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, তরুন সমাজ সেবক জাহাঙ্গীর আলম, রাজা মিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক এর পরিবারবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক লোকজন।
সাদিপুর গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক এর সুযোগ্য পুত্র কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোঃ সাদিক হোসেন রাজু।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D