আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

ডেস্ক রিপোর্ট:

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তাকে সহযোগিতা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

গতকাল আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV