সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ
ছাতকের চরমহল্লাহ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিকেল ২ ঘটিকার সময় ১৭জন মেধাবী শিক্ষার্থীদের (এ প্লাস প্রাপ্ত) মাঝে ১ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে। পরে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক জাকির হোসেন এবং ফয়জুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ দাতা, কৈতক ” মা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী”, সমাজকর্মী ও শিক্ষানূরাগী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় টেটিয়ারচর চরমহল্লা’র শিক্ষক শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম, জিয়াউল হক, পরেশ চন্দ্র, হুমায়ুন কবির, প্রদিপ সরকার, বাদল ইসলাম, জয়প্রকাশ ভৌমিক, নাহিদ হোসেন প্রমূখ। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন, আজিজুল হক, মোহাম্মদ সুন্দর আলী, শামসুল হুদা, আলী আহমদ, স্থানীয় আবু তালেব, আলী আহমদ, আব্দুল হক, মাসুক মিয়া, শিক্ষার্থী শাহি জান্নাত ও সাবেক শিক্ষার্থী মাহবুবুর রহমান। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনুকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল পরিচালনা করেন টেটিয়ারচর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুল্লাহ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফিজ নাহিদ হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D