সিলেট ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আছর মিছিলটি পৌর শহরের জামায়াত ইসলামীর অফিসের সামনে থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে এসে “মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলা হোটেল রোস্তারা বন্ধ করতে হবে” সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ছাতক পৌরসভা জামায়াত ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি হাফিজ জাকির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, পৌর জামায়াতের ডাক্তার হেলাল আহমদ, ছাতক পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নুরুল আমিন, এসময় আরও উপস্হিত ছিলেন ছাতক পৌর শিবিরের সভাপতি রবিউল ইসলাম, উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন, কালারুকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আফিজ আলী, ইসলামপুর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, ৭ নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির, ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম ৫ নং ওয়ার্ড সভাপতি জহুরুল হকসহ নেতৃবৃন্দ প্রমুখ। এসময় বক্তারা সংক্ষিপ্ত সভায় পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানান বক্তারা। বক্তারা আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেয়। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে বলেন, যেন এই ধরনের কাজ তারা না করেন। সকল ধরনের অশ্লীলতা বন্ধ করতে হবে। দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধ জানান। ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D