ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ে মিলাদ-দোয়া মাহফিল ও সংবর্ধনা

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫

ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ে মিলাদ-দোয়া মাহফিল ও সংবর্ধনা

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজ শুক্রবার সকাল ১০.০০ টায় বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী হানিফ হোসাইন ও গীতা পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা রানী দাস এবং অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি-৮০’র সাধারণ সম্পাদক শফি উদ্দিন, স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুর রহমান সকল বিদায়ী শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV