ছাতকে “জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট”প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

ছাতকে “জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট”প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে

দোয়ারবাজার (ছাতক) প্রতিনিধি

ছাতকে আজ রবিবার (২ মার্চ ) প্রথম রমজানে উপজেলার প্রায় ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এসব হুইল

চেয়ার বিতরণ করা হয়েছে। এব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের মনসুর আজাদ ও মুক্তিরগাঁও গ্রামের এম সাইফুদ্দীন আহমেদ। রবিবার মাধবপুর গ্রামের মনসুর আজাদের বাড়ি থেকে হুইল চেয়ার বিতরণ কালে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাবেয়া তাহেরা আব্দুল মজিদ, ট্রাস্টের সদস্য আব্দুল মজিদ লাল মিয়া, সাবেক মেম্বার সালেহ আহমদ, আলীম উদ্দিন, খালেদ আহমদ, ইমরান আহমদ আবির প্রমুখ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মনসুর আজাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এম সাইফুদ্দীন আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV