আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক দুই মার্কিন কূটনীতিক

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সাবেক দুই মার্কিন কূটনীতিক

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভিজ। বুধবার বেলা ১২টার দিকে তারা পরিদর্শনে যান। এর আগে সকালে তারা ঢাকায় আসেন।

জানা গেছে, উইলিয়াম বি মাইলাম ১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় ক্ষমতায় ছিল বিএনপি। কিন্তু বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক শুরু হয় আরও আগে ১৯৮৫ সাল থেকে। সে সময় তার কাজ ছিলো মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যার দায়িত্ব ছিল বিভিন্ন দেশে আমেরিকার দান-অনুদানের জন্য নিয়োজিত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দেখাশোনা করা।

জন ড্যানিলোভিজ ২০০৭ এবং ২০০৮ সালে সামরিক-সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ঢাকায় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার অধীনে কাজ করতেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV