সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘিপুড়া (রাজবাড়ী) গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলী সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছেন।
এরই ধারাবাহিকতায় তিনি মরদেহ দাফনের জন্য নিজ বাড়ীর উত্তরে ২১শতক পরিমাণ নিজ ভূমিতে পঞ্চায়েতী কবরস্থান জনসাধারণ জন্য ২১ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং উন্মুক্ত ঘোষণা করেছেন। এই কবরস্থানে যেকেউ মৃত্যু ব্যক্তির লাশ দাফন করতে পারবেন।
এ ব্যাপারে একান্ত আলাপকালে সমাজসেবক প্রবাসী মোঃ গোলাব আলী বলেন, আর্তমানবতার সেবায় কাজ করা আমার নেশা। আমি চাই সবসময় কিছুটা হলেও জনকল্যাণে কাজ করতে। তাই ভাবলাম অনেক মানুষ আছেন যে স্বজন মৃত্যু বরন করলে কবরস্থানের জায়গার জন্য বিভিন্ন স্থানে ধর্না দিতে হয়।
এমন লোকের দাফন করতে যাতে আত্মীয় স্বজনরা দিকবিদিক না ছুটে নিজের ভূমি মনে করে আমার দানকৃত ভূমিতে লাশ দাফন করতে পারেন। এজন্যই আমি আমার ভূমি পঞ্চায়েতী কবরস্থানের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এখানে লাশ দাফন করতে হলে কারো অনুমতি নিতে হবে না।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D