সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৫
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর অভিযানে ৮ প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিনব্যাপী দোয়ারাবাজারের বিভিন্ন দোকান গুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, সেনা ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম। ৮ টি দোকানে জরিমানা করে ১৫ হাজার ৯ শত টাকা আদায় করা হয়।
এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ (মেমো)দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান,পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।
অভিযান কালে মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা,তালহা সুপার শপ এক হাজার ,হিরা নিরা এন্টারপ্রাইজ এক হাজার, রুমেল পোল্ট্রি ফার্ম পাঁচ শত টাকা,মাহদী সবজি ভান্ডার দুইশত টাকা, এখলাছ সবজি ভান্ডার দুই শত টাকা উৎস হোটেল পাচ হাজার টাকা ও ভাই ভাই স্টোর’কে তিন হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D