সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৫
বিশেষ প্রতিবেদক
সুরমা নদীর নৌ পথে ভারতীয় কাপড় বোঝাই ট্রলারসহ দেড় কোটি টাকার অধিক মুল্যের মালামাল ট্রাস্কফোর্সের অভিযানে জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সিলেট সেক্টরের, সুনামগঞ্জ -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের জেলা শহরের পাশ দিয়ে প্রবাহমান সীমান্ত নদী সুরমার সাহেববাড়ি ঘাটে ট্রাক্সফোর্সের অভিযানে ওই চালান জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া হৃকাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের বিজিবির ৮ সদসস্যের বিশেষায়িত টহলদল, বিজিডিও, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) হাসান মোহাম্মদ শোয়াইবের নেতৃত্বে শুক্রবার ভোররাতে ট্রাস্কফোর্সের অভিযান পরিচালান করে। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ট্রলার বোঝাই কাপড়ের চালান সুরমা নদীর সাহেব বাড়ি ঘাটে জব্দ করে।
জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে শার্ট পিস ২৭১৮টি , প্যান্ট পিস ৪২১৬ মিটার, শাড়ি, ৯০ পিস , থ্রী পিস ২৩টি, থানা কাপড় ১৯১০.১১ মিটার , সোফার কাপড় ৩০০.৭৫ মিটার, চোরাচালানের কাপড় পরিবহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৮৭১ টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D