সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরায় সড়ক দু*র্ঘটনায় নি হ ত ২

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরায় সড়ক দু*র্ঘটনায় নি হ ত ২

সেলিম মাহবুব,ছাতক প্রতিনিধি:

সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা-ছনুপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। এ দুর্ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার রাত সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা-ছনুপাড়া নামক স্থানে অটোরিকশা ও একটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন খশরপুর গ্রামের দুইজন।

গুরুতর আহত হয়েছেন আরো ২জন অটোরিকশা যাত্রী। শুক্রবার (৭মার্চ) সন্ধায় দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়নের খশরপুর গ্রামের মোঃ সালেহ আহমেদ ও মোঃ রুবেল আহমদ। বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ‍উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV