জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ ইং উদযাপন উপলক্ষে ৮ই মার্চ রোজ শনিবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন এর সম্মেলন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মো. অনু মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আধ, জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা এলজিডি কর্মকর্তা সোহরাব হোসেন, কৃষি অফিসার আকন্দ মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজ উদ্দিন আহমেদ, নারীদের মধ্যে চইতি চন্দ উর্মি, সাদেকা বেগমন প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV