সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ রমজান মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান মিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরানলাউরগড় গ্রামের জামাল মিয়ার ছেলে।
জানাযায়, শনিবার (৮ই মার্চ) রাত নয়টায় তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় গোপন সংবাদের মাধ্যমে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এস আই আবুল কালামের নেতৃত্বে এ এস আই আব্দুল জব্বার, এ এস আই মো. মোখলেছুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেপ্তারকৃত রমজানের বসত বাড়িয়ে অভিযান চালিয়ে। বসত ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ভারতীয় আমদানী নিষিদ্ধ এসি ব্ল্রাক, অফিসার্স ব্লু, অফিসার্স-চয়েজ ৭৫০ এম এল ৬০ পিছ বোতল মদ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকায় এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D