ছাতকের ৮ রমজানের ঘোষিত অর্ধ দিবস

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

ছাতকের ৮ রমজানের ঘোষিত অর্ধ দিবস

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার বড় সৈদেরগাও গ্রামের সৈয়দ মাহমুদুল হোসেন হান্নান হাফিজজের খুনিদের শনাক্ত ও গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর আহবানে ডাকা রবিবারের অর্ধ দিবস হরতাল স্থগিত করা হয়েছে। শনিবার বিকালে ধারন বাজারে বিশিষ্ট মুরব্বি হাফেজ মোঃ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সুনামগঞ্জ সিআইডি পুলিশের ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির উপস্থিত হয়ে সদ্য সিআইডিতে হস্তান্তর করা সৈয়দ হাফিজ মাহমুদুল হোসেন (হান্নান) হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে এলাকাবাসীকে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন আপনাদের সহযোগিতায় দ্রুত এ ঘটনা প্রকৃত খুনি দের চিহ্নিত ও গ্রেফতার করতে সচেষ্ট হব। অতি শীঘ্রই খুনিদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এ আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী তাদের ডাকা অর্ধ দিবস হরতাল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাহমীর আহমেদ আব্দুল হাই লিপু, ধারন বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, বর্তমান সভাপতি আবদুল ওয়াহাব হিরন, ব্যবসায়ী হাজী আবদুস সামাদ, সৈয়দ আহমদ গুল, হাফিজ মাওলানা আইন উদ্দিন সালমান, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, সৈয়দ আশরাফুল হোসেন জুনেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV