ছাতকে সিমেন্ট কারখানার এই প্রথম ৫৯ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৬৬৫ টাকার ওপেন দরপত্র হলো

প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

ছাতকে সিমেন্ট কারখানার এই প্রথম ৫৯ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৬৬৫ টাকার ওপেন দরপত্র হলো

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরির পুরাতন প্রজেক্টের মালামাল, বিভিন্ন স্থাপনা, যেখানে যে অবস্থায় আছে স্ক্যাপ মালামাল বিক্রির টেন্ডার আহবান করা হলে সোমবার ১০ মার্চ ৩.০৫ ঘটিকায় টেন্ডার বক্সটি সিসিএফ জেনারেল কার্যালয়ে খোলা হয়। সিমেন্ট কারখানার টেন্ডার কমিটি, কারখানার ব্যবস্থাপনা পরিচালক, সেনাবাহিনী, পুলিশ, কারখানার কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সন্মুখে টেন্ডার বক্স খোলা হয়। এ কাজে ৭১ টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে মাত্র ৩ টি দরপত্র। এ ৩ টি দরপত্রের মধ্যে সর্বোচ্চ দরদাতা হন কিশোরগঞ্জ-ভৈরবের মেসার্স মমিনুল হক। এ প্রতিষ্ঠান ২ কোটি ৫০ লক্ষ টাকার জানানত দিয়ে ৪৮ কোটি টাকা দর দাখিল করেন। দ্বিতীয় হয়েছেন মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্স, সোনালী চেলা, এ প্রতিষ্ঠান ৪৬ কোটি টাকা দর দাখিল করেন। তৃতীয় দরদাতা হয়েছেন মেসার্স শরাফত এন্ড সন্স, নোয়ারাই বাজার, এ প্রতিষ্ঠান ২৪ কোটি টাকা দর দাখিল করেছেন। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডারের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে জানিয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান জানান,৫৯ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৬ শত ৬৫ টাকার টেন্ডার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের পর বিসিআই সি’র ঢাকা ও চট্টগ্রাম অফিস এবং ছাতক সিমেন্ট কারখানা থেকে মোট ৭১ টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে ৪ টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছে। এরমধ্যে রাব্বি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান তাদের দরপত্র সময়ের মধ্যে প্রত্যাহার করে নিয়েছে। ৩ টির মধ্যে সর্বোচ্চ দরদাতা ৪৮ কোটি টাকায় নির্বাচিত হয়েছেন মেসার্স মমিনুল হক। তিনি বলেন, বিসিআইসি’তে আরো ২ টি উচ্চ পর্যায়ের কমিটি রয়েছে।

যাছাই-বাছাই শেষে এ টেন্ডারের সবকার্যক্রম তারা (কর্তৃপক্ষ) বাস্তবায়ন করবেন। দরপত্র খোলা ও বন্ধ সময় কালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আব্দুর রহমান, দরপত্র কমিটির আহবায়ক কারখানার প্রধান হিসাব রক্ষক মিজানুর রহমান, কামরুজ্জামান শেখ (প্রশাসনিক ব্যবস্থাপক), আল মামুন, (সহ ব্যবস্থাপক বানিজ্যিক), বাণিজ্যিক ব্যবস্থাপক মাজরুল হক মিলন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ সহ সাংবাদিক, কারখানার শ্রমিক ইউনিয়ন বি- ৮০’এর সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সেনাবাহিনী, থানা পুলিশ, কারখানার সিকিউরিটি,ব্যবসায়ী কয়েছ আহমেদ, সামসুর রহমান বাবুল, হাজী ছালেক মিয়া, হাজী স্বপন মিয়া এবং বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV