সিলেট ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রাম থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে একটি অ্যাক্সেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর গ্রামের সামনে থাকা সরকারি খাস জায়গা থেকে বেশ কয়েকদিন ধরে দিয়ে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে স্থানীয় একটি চক্র অন্যত্র বিক্রি করে আসছিল । এলাকাবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে বুধবার রাত আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার চকিয়াচাপুর গ্রাম থেকে একটি খননযন্ত্র জব্দ করে তা স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাথা হয়। এ সময় সেখানে মাটি উত্তোলনের কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।
ইউএনও জনি রায় বলেন,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D