দৈনিক যায়যায় দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

দৈনিক যায়যায় দিন’র ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতকে মানববন্ধন

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশের বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রধান কার্যালয় দখল করা ও ঠুনকো অজুহাতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে ছাতক পৌর শহরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ২ ঘটিকার সময় ছাতক ট্রাফিক পয়েন্টে অন লাইন প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন। ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টিভির ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল। প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, ছাতক পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিলোয়ার হোসেন, গণ অধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার আহবায়ক ডাঃ আজহার আলী, ছাতক উপজেলার সদস্য সচিব হাফিজ আবুল হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন জয়, আদিল রিফাত, মাছনুন চৌধুরী, আব্দুল হক, কিবরিয়া হাসান, রাজিব, আবু বকর প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV