সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্য অবৈধভাবে এলাকাবাসীর কাছ থেকে অতিরিক্ত ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আরো একজনের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে সেনাবাহিনী আটক করেছে। ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকার সময় অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে প্রতারক ও চাঁদাবাজ মামুন চৌধুরী ও ফজলুর রহমান-কে আটক করা হয়। আটককৃত মামুন চৌধুরী টাংগাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাহাদত আলী চৌধুরীর পুত্র এবং ফজলুর রহমান একই জেলার কালিহাতি উপজেলার
গুহকোনা বাড়ি গ্রামের বাদশাহ মিয়ার পুত্র। তারা দু’জনই জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের সেলিম রেজার বাড়িতে ভাড়াটে থাকেন। ছাতক উপজেলার দৌকাপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শাহিদুল হক ও মৃত আব্দুল লতিফের পুত্র নজরুল ইসলাম প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার একটি অভিযোগ দেন ছাতক সেনা ক্যাম্পে। এ প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে সেনাবাহিনী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।সোমবার রাত ১০ ঘটিকার সময় ছাতক থানার এস আই আখতারুজ্জামান ক্যাম্প থেকে এলাকাবাসীর পূর্বের অভিযোগের ভিত্তিতে আটককৃতদের থানায় নিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D