সিলেট ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর শাখার সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিব উল্ল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগামী সংসদ নির্বাচনে সিলেট ৪ আসন থেকে খেঁজুর গাছ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাওলানা মোহাম্মদ আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে সর্বদা জাগ্রত থেকে কাজ করে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিগত ফ্যাসিবাদী সরকার ইসলামী মূল্যবোধকে প্রাধান্য না দেয়ার ফলে দেশে লুটপাট, খুন,ধর্ষণ ও সন্ত্রাসবাদের উত্থান হয়েছে। এই অবস্থা থেকে নিরসনে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার কোন বিকল্প নেই।
সিলেট-৪ সংসদীয় আসন আলেম উলামাদের ঘাঁটি। তাই আসন্ন সংসদ নির্বাচন-কে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার সকল আলেম ওলামা,যুব জমিয়ত, ছাত্র জমিয়ত কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তুল আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার (দাবা), শিক্ষা সচিব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা কবির আহমেদ, দারুল উলুম দারুল হাদিস হরিপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুযাইফা আল হিলাল, মাওলানা দেলোয়ার হোসাইন জামিল।
এছাড়া উপজেলা জমিয়ত, যুব।জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিয়ন হতে আগত কর্মীবৃন্দ ও স্হানীয় আলেম উলামারা ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতার মাহফিলে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D