ছাতক সদর ইউনিয়নের হত-দরিদ্র পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ

প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ছাতক সদর ইউনিয়নের হত-দরিদ্র পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক সদর ইউনিয়নের ৪ শ’ ২৪ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরীব-অসহায় পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ )ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (কাবিখা -৩) মো.শামছুল ইসলাম খান।সরকারি চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। ইউপি সচিব মোঃ আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা মোঃ মিলন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দা:) লুৎফুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আসাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সমরোজ আলী, খছরু আহমদ, আসিকুর রহমান, আবু খালেদ, আলী হুসেন, আব্দুস শহিদ, সদস্যা আফিয়া বেগম রেখা, প্রেমতা রানী বিশ্বাস, ছালেতুন নেছা, ইউপি হিসাব সহকারী রুবেল বিশ্বাস, ইউডিসি
পরিচালক মোঃ মুহিত উদ্দিন, মোছাঃ রাজনা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV