ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান রাজনৈতিক মামলার ৪ আসামী গ্রে*ফতার

প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান রাজনৈতিক মামলার ৪ আসামী গ্রে*ফতার

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করে ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০.. ০২.২০২৫ খ্রিঃ ধারা-The Special Power’s Act,1974 শেচতিওন-15 (3) / 25-D এর সন্দিগ্ধ আসামী মোঃ কামাল হোসেন প্রকাশিত কামাল মৃধা (৪০), মোঃ আব্দুল কাদির টুটুল (৪১),মোঃ আখতার হোসেন (৩৪) এবং মোঃ মোছাদ্দিক হোসেন সাব্বির(২৭)-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার ১৯ মার্চ ভোরে (৭.৩০) যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে ইসলামপুর ইউনিয়নের নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতার মোঃ কামাল হোসেন ওরফে কামাল মৃধা ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর ছড়ারপার গ্রামের হাজী আশিদ আলীর ছেলে এবং ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ,ছাতক উপজেলা নৌ-যান শ্রমিক লীগের সভাপতি তিনি।ইসলামপুর ইউনিয়নের গণেশ পুর (দালানবাড়ি) গ্রামের মৃত লুৎফুর রহমানের ৩ পুত্র মোঃ আব্দুল কাদির টুটুল (যুবলীগ সমর্থক) মোঃ আখতার হোসেন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। মোছাদ্দিক হোসেন সাব্বির ৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV