ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ নেতা, ইউপি চেয়ারম্যান আওলাদ মাষ্টার গ্রে*ফতার

প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ নেতা, ইউপি চেয়ারম্যান আওলাদ মাষ্টার গ্রে*ফতার

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলার ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃতঃ আব্দুল মান্নানের ছেলে। ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আব্দুস ছাত্তার জানান, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.২.২০২৫ এর সন্দিগ্ধ আসামী। ছাতক থানার পুলিশ পরিদর্শক, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মোঃ আব্দুল কবিরের নেতৃত্বে এস আই কামাল উদ্দিন, এস আই সঞ্জয় দত্ত, এ এস আই রাসেল আহমদ, এ এস আই সোলায়মান কবির অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে বুধবার রাত নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আসামীকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV