সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন মামলার ৮জন আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ সদর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন (৪৮)। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা রয়েছে।
তাছাড়াও অন্য আসামিরা হলেন, সদরপুর গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে দেওয়ানা শাহ নিলয় (৪৪), পৌর এলাকার আব্দুল মালিকের ছেলে আহসানুল হক ইমরান ওরফে ইমরান আহমদ (৪০), বারঠাকুরী ইউপির কাশিরচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে মারজান আহমদ (২৫), একই ইউপির কস্তইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক ওরফে মছন (৪৫), মানিকপুর ইউপির মাতারগ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী ওরফে পচাই (৩৫), সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের শ্যামলাল বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস সজীব, বড়বন্দ গ্রামের ফাতির আলীর ছেলে আব্দুল গনি (৩২)।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D