সিলেট ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
ডেস্ক রিপোর্ট
গাজীপুরের পূবাইলে লরির চাপায় ইজিবাইক চালকসহ একজন যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।
রোববার সকালে নিমতলী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ইজিবাইক চালক হালিম মিয়া ও যাত্রী সাব্বির আলম। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পূবাইল থানার এসআই রফিক বলেন, নিমতলী ব্রিজের পূর্ব পাশে ইজিবাইকটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি লরি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী প্রাণ হারান। আহত হন আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে।
ঘাতক লরিটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D