সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর এর পল্লীতে অনুমোদনহীন বাউল সন্ধ্যার আসর মাঝপথে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ দক্ষিণপাড় রানীগঞ্জ সেতু এলাকায় বন্ধু মহলের আয়োজনে ৩রা এপ্রিল রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ৮ ঘটিকার দিকে পুরুষ -নারী শিল্পীদের দিয়ে বাউল সন্ধ্যা শুরু হলে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে এই অনুষ্ঠানে বিশৃঙ্খলা হতে পারে এমন সংবাদ পেয়ে রাত ১১ঘটিকার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ’র নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ ও ছাতক সেনা ক্যাম্পের একদল সেনাবাহিনী বাউল সন্ধ্যা নামক গানের আসরে পৌঁছে বিসৃঙ্খলা এড়াতে এই বাউল সন্ধ্যা বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ গণমাধ্যমকে বলেন, এই আয়োজনে সরাসরি কোনো অনুমতি ছিল না। তা ছাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।এমনকি বিশৃঙ্খলার সম্ভাবনা ছিল। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D